আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৪ ১২:৩৮:১৯


বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তার সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্র যদি কোনো কনস্ট্রাকটিভ পরামর্শ দেয়, তা বিবেচনা করে গ্রহণ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও জানান, র‍্যাব ইস্যুটি আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছে বাংলাদেশ।

এ সময় তিনি বলেন, বুলেট নয়, ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসতে চায়।

এম জি