ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৪ ১২:৪৯:২৮
ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দেশটির সাবেক এক উপপ্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তার নাম আলিরেজা আকবরী। ইরানের পাশাপাশি তার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, গত বুধবার আকবরীর পরিবারকে ‘শেষবারের মতো’ তার সঙ্গে দেখা করতে কারাগারে যেতে বলা হয়। আকবরীর স্ত্রী বলেছেন, আকবরীকে নির্জন কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তবে কবে ও কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার বিস্তারিত জানানো হয়নি।
এম জি