উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন
প্রকাশ: ২০১৬-০৪-১১ ১৬:৩৮:০৬
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় বাজারে সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৯ দশমিক ৭৪ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির। আর দর কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি ১৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা।
আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে।
আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।