বিপিএল: টস হেরে ব্যাটিংয়ে বরিশাল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৪ ১৪:০৬:২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে সাকিব আল হাসানের বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে বরিশাল। কুমিল্লার হয়ে খেলতে নেমেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন। কিন্তু আবুধাবি টি-টোয়েন্টি লিগ খেলতে চলে গেছেন দলের তিন বিদেশি মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি ও ডেভিড মালান।
এ দিকে বল হাতে সময়টা ভালো যাচ্ছে না বরিশালের পেসার খালেদ আহমেদের। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার কাজী অনিক।
ফরচুন বরিশাল
এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইফতিখার আহমেদ, মেহেদী হাসান মিরাজ, করিম জানাত, চতুরঙ্গ ডি সিলভা, কামরুল ইসলাম রাব্বি, কাজী অনিক ও সানজামুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি, চ্যাডউইক ওয়ালটন, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহ, হাসান আলি, তানভীর ইসলাম, নাঈম হাসান ও মোস্তাফিজুর রহমান।
এম জি