যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরামর্শেই র্যাব তৈরি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৪ ১৬:৪৭:১৮
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, র্যাব যখন তৈরি হয়, তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র্যাবের কনসেপ্টটা দেয়। তারাই তৎকালীন সরকারকে এ জন্য ইকুয়েপমেন্ট দেয়। তাদের কারণেই প্রাথমিকভাবে র্যাব চালু হয়।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোমেন।
মোমেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। দেশের জনগণ পারফরম্যান্সের জন্য তাদের চায়৷ যুক্তরাষ্ট্র অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। কোনো বুলেটের মাধ্যমে আসেনি, আওয়ামী লীগ সরকার ব্যালটের মাধ্যমে আসে।
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মৌলিক উদ্দেশ্য— আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
এম জি