নিজের বেতন ৪০ শতাংশ কমাতে চান অ্যাপল সিইও
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৫ ১২:০৬:২৪
নিজ বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন অ্যাপল সিইও টিম কুক। তিনি মনে করেন তার বেতন খুবই বেশি। আর তাই বেতন কাটছাঁট করা প্রয়োজন।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ৪০ শতাংশ বেতন কমিয়ে তা ৪ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার করার জন্য কোম্পানির কাছে প্রস্তাব করেন টিম কুক নিজেই। তার মধ্যে ছিল বেসিক বেতন ৩০ লক্ষ ডলার, ৬০ লক্ষ ডলার বোনাস এবং শেয়ার মূল্য ৪ কোটি মার্কিন ডলার।
অ্যাপল জানিয়েছে, পারফরম্যান্স এবং কুক নিজে যে পরিমাণ বেতন কমানোর অনুরোধ করেছেন তার সবকিছু একত্রিত করে তবেই নতুন বেতন স্থির করা হবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর টিম কুকের বেতন ছিল ৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। সে সময় টিমের বেতন নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে আলোচনা হয়। শেয়ারহোল্ডার অ্যাডভাইসরি গ্রুপ ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস কুকের বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে বেশিরভাগ শেয়ারহোল্ডার কুকের পক্ষেই ভোট দিয়েছিলেন।
এম জি