বিচার চাওয়ার অপরাধে হামলা
আপডেট: ২০১৬-০৪-১১ ১৭:৫১:২৪
বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে স্থানীয় এমপি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ’র কাছে বিচার দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে পরাজিত মেম্বর প্রার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ১ জনকে আটক করেছে।
আহত ও পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের কালামিয়া সরদারের ছেলে গত ২২ মার্চ ইউপি নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থী মোক্তার সরদার (৪৫) সোমবার রাতে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহর কাছে তার সেরালের বাড়িতে বসে বাগধা ইউপি চেয়ারম্যান বাবুল ভাট্টির উপস্থিতিতে তার লোকজনের বিরুদ্ধে মোক্তারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, হুমকি-ধামকিসহ বিভিন্ন অভিযোগ করেন।
এসময় এমপির বাড়িতে যাওয়া বাগধার কিছু লোক বিষয়টি অভিযোগকারীদের ফোনে জানিয়ে দেয়। এমপির কাছে অভিযোগ করে মোক্তার বাড়ি ফেরার পথে রাত এগারটার দিকে বাগধা মঠেরবাজার এলাকায় ইস্রাফিলের চায়ের দোকানের কাছে পৌঁছলে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা চেয়ারম্যান বাবুল ভাট্টির শ্যালক লাভলু ভাট্টির নেতৃত্বে ৭-৮জনের একটি দল মোক্তারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এসময় মোক্তারের কাছে থাকা ৭০হাজার টাকা ছিনিয়ে নেয় লাভলু। মোক্তারের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওই রাতেই হাসপাতালে ভর্তি করে। এঘটনায় গতকাল সোমবার দুপুরে মোক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লে¬খ করে অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গতকাল দুপুরে অভিযান চালিয়ে বাগধা গ্রামের আজাহার ভাট্টির ছেলে কালাম ভাট্টি (৪০) কে আটক করেছে।
সানবিডি/ঢাকা/অর্পূব/এসএস