বান্দরবানে জঙ্গিদের মধ্যে দ্বন্দ্ব, একজন খুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১৫ ১৬:২৮:৩০
বান্দরবানের গহীন পাহাড়ে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে এক জঙ্গি সদস্য খুন হয়েছেন। নিহত জঙ্গি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য ছিলেন।
রোববার (১৫ জানুয়ারি) সকালে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, রাঙামাটির বিলাইছড়ির মামলায় জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তারা হত্যা করার বিষয়টি স্বীকার করেন।
গহীন পাহারে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ বা বম পার্টি’র কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছিলেন জঙ্গি সদস্যগন। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকালে রুমা উপজেলার ইউএনও, র্যাব এবং পুলিশ হেলিকপ্টারে করে দুর্গম ওই এলাকায় গেছেন। ওনারা ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
আই এইচ