গেইনারের শীর্ষে অ্যারামিট কোম্পানি
প্রকাশ: ২০১৬-০৪-১১ ১৯:১৬:৫০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে বিবিধ খাতের কোম্পানি অ্যারামিট। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৩ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৪২০ টাকা দরে। এদিন কোম্পানির ৮২ হাজার ৭৪৫ লাখ শেয়ার ৯২৩ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন কেবলস কোম্পানি। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২০ টাকা দরে। আজ কোম্পানির ৪৬ হাজার ৯১৭টি শেয়ার ৩৪০ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ১৮২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, এক্সিম ব্যাংক, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, শাশা ডেনিমস, ন্যাশনাল টিউবস ও আলহাজ্ব টেক্সটাইল।
সানবিডি/ঢাকা/আহো