নেপালে বিমান দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৫ ১৮:৪৫:২৭
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই দুজন নেপালের নাগরিক। খবর আনন্দবাজারের।
রোববার (১৫ জানুয়ারি) সকালে নেপালের পোখারা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান।
ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ৬৭ জন নিহত হন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুজনকে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন।
যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। পিটিআই সূত্রে খবর, বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার।
আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।
আই এইচ