লুজারের শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
প্রকাশ: ২০১৬-০৪-১১ ২০:১৮:০৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১৩ দশমিক ১০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ১২ টাকা ৬০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৯ লাখ ১ হাজার ৪০০টি শেয়ার ৩৪৮ বারে লেনদেন হয়।
লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ। এইদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ২০ পয়সা দরে। আজ ৩ হাজার ৮৮ বারে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের ৬০ পয়সা বা ৮ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স, আরডি ফুড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জাহিন টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
সানবিডি/ঢাকা/আহো