খোলা আকাশের নিচে ক্লাস!
প্রকাশ: ২০১৬-০৪-১১ ২০:২৫:৫৪
খুলনার ফুলতলার ঐতিহ্যবাহি আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী এখন প্রখর রৌদ্র মাথায় নিয়ে ক্লাস করছে খোলা আকাশের নিচে।
ফলে প্রচন্ড গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ায় উপস্থিতির সংখ্যাও কমে যায়। মঙ্গলবার সন্ধ্যা রাতে ঝড় ও শিলা বৃষ্টিতে বিদ্যালয় ভবনের ৩টি কক্ষের চালসহ টিন উড়ে যাওয়ায় শ্রেণী কক্ষের সংকট দেখা দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানের ঐতিহ্য জেলা ব্যাপী। গত বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষার্থীদের অবস্থান ছিল। তবে হঠাৎ করে এ প্রাকৃতিক দুর্যোগে স্কুল ভবনের ৩টি কক্ষ বিধ্বস্ত হওয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ক ও খ শাখা, ৭ম শ্রেণীর ক ও খ শাখা, ৮ম শ্রেণীর ক ও খ শাখার ক্লাস এখন খোলা আকাশের নিচে নিতে হচ্ছে।
প্রচন্ড গরমের কারণে সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা থেকে ক্লাস শুরু করা হয়েছে। স্কুলের ঐতিহ্য ও পড়ালেখার মান ধরে রাখেতে ভবনের দ্রুত সংস্কার প্রয়োজন।
সানবিডি/ঢাকা/আহো