আলোর সন্ধানে বদলগাছীর মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৪-১১ ২০:৩০:১৩


ছবিনওগাঁর সেবামূলক সংগঠন আলোর সন্ধানে নওগাঁর বদলগাছী শাখায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সোমবার বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

আলোর সন্ধানে বদলগাছীর সহ সভাপতি রথিন কুমার চক্রবর্ত্তী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও আলোর সন্ধানে’র উপদেষ্টা ড. ফাল্গুনী রাণী চক্রবর্ত্তী, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের সম্পাদক ও আলোর সন্ধানে’র উপদেষ্টা মো. গোলাম মোস্তফা, আলোর সন্ধানে নওগাঁ’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন।

সভায় বিগত মাস এর আলোর সন্ধানের কার্যক্রম এবং আগামী মাসের আলোর সন্ধানের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। আলোর সন্ধানের সভায় বদলগাছীর বিভিন্ন স্কুল-কলেজ পড়–য়া ৩০জন সদস্য অংশগ্রহন করে।

সানবিডি/ঢাকা/আহো