যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৬ ১৫:২১:১৮


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‍্যাব এবং তার কিছু কর্মকর্তার ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাহারের জন্য সঠিক পথেই আছে বাংলাদেশ।

তিনি বলেন, ডোনাল্ড লুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তাতে মনে হলো বাংলাদেশ এগিয়ে যাক, এটাই যুক্তরাষ্ট্র চায়। তারা চায় এদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক এবং যেন কোনো সহিংসতা না হয়। মৌলবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় তারা বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আলোচনায় তাদের বলা হয়েছে, নির্বাচন কমিশন সর্বময় ক্ষমতার অধিকারী। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতায় নিয়োজিত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবকে প্রশিক্ষণ দিয়েছে তারা, অন্যান্য বাহিনীকেও দিয়েছে। তাদের আবার বলা হয়েছে, রাব আইন-শৃঙ্খলা রক্ষায় দারুণ ভূমিকা পালন করছে। তবে বাহিনীর কেউ যদি অন্যায়-অপরাধ করে, তাদের আইনের আওতায় আনা হয় এবং হচ্ছে। তাদের এসব বিস্তারিত জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে তারা বলেছে, একবার নিষেধাজ্ঞা হয়ে গেলে সেটা প্রত্যাহার করতে সময় লাগে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে এগোচ্ছে, তাতে করে এবং আইনজীবীর মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা শেষ হবে বলে যুক্তরাষ্ট্রও আশা করে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

এম জি