প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ তহবিলে সাউথ বাংলা ব্যাংকের অনুদান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৬ ১৬:৩৭:৩৬
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড গৃহহীন অসহায় মানুষের ঘর প্রদানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এ ১ (এক) কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ অনুদান প্রদান করা হয়।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
এএ