অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৬ ১৭:৩০:৪৪
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফের জয় পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের বালিকারা। আর আজ শ্রীলঙ্কাকে হারাল ১০ রানে।
বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৫৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলঙ্কা দল। লঙ্কানদের পক্ষে বিশ্মি গুনারত্নে ৫৪ বলে ৬১ ও দেওমি ভিহাঙ্গা ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট পেয়েছেন মারুফা আক্তার।
এর আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ৭৫ রান করেন আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা ও রানি সাহা। এর মধ্যে ৫৩ রানই আফিয়ার। তার ৪৩ বলের এই ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। দলীয় ৭৯ রানে আউট হন রানি সাহা (১৪)। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ দল।
অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। ২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। ২৭ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলেন দিলারা। ম্যাচসেরা হয়েছেন আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা।
এএ