চট্টগ্রামে পুলিশের গাড়ির ধাক্কায় দলিল লেখক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৬ ২০:৫৫:১২


চট্টগ্রামে পুলিশের গাড়ির ধাক্কায় হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরের কোতোয়ালি থানার চট্টগ্রাম আদালত ভবন থেকে নামার পথে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হেলালের বাড়ি নগরের পতেঙ্গায় বিমানবন্দর এলাকায়। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির বড় ভাই বেলাল উদ্দিন ঘটনাস্থলে বলেন, আদালত ভবন থেকে কাজ সেরে তাঁরা দুই ভাই নামছিলেন। এ সময় রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে এলে পেছন দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান তাঁদের ধাক্কা দেয়। তিনি দৌড়ে পাশের দোকানে ঢুকে পড়ায় বেঁচে যান। ঘটনাস্থলে মারা যান তাঁর ভাই। পরে গাড়িট একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে থামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বিদ্যুতের খুঁটির সঙ্গে না লাগলে আরও লোকজন হতাহত হতো।

পুলিশ সূত্র জানায়, নগরের বাকলিয়া থানা থেকে গ্রেপ্তার আসামিদের পিকআপ ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁদের হাজতখানায় রেখে পুলিশ থানায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এএ