শেয়ার বেচবেন ওয়াটা কেমিক্যালসের ২ উদ্যোক্তা

প্রকাশ: ২০১৬-০৪-১২ ১০:৪৩:০২


Wata-Chemicalপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ২ উদ্যোক্তা পরিচালক  শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। আব্দুর রব জমাদ্দার ও জোবেদা নাহার নামে দুই উদ্যোক্তা মোট ৩৮ হাজার ৭৫০টি শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আব্দুর রবের কাছে কোম্পানির মোট ১৪ হাজার ৫০০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে  ৪ হাজার ৫০০ শেয়ার বেচবেন তিনি। আর জোবেদা নাহারের কাছে ২৪ হাজার ২৫০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ৫ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবেন এই উদ্যোক্তা।

উল্লেখ্য, এই দুই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।

সানবিডি/ঢাকা/এসএস