দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৭ ১৬:০৬:৩৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৯৫৩ বারে ১১ লাখ ৮৭ হাজার ৯৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ । কোম্পানিটি ৫৩৯ বারে ৮ লাখ ৬৮ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এর ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। ফান্ডটি ২ বারে ১০০ টি ইউনিট লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.২৫ শতাংশ, উইমেক্স ইলেট্রোডের ৮.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৫২ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ৮.০৬ শতাংশ, হামিদ ফেব্রিকসের ৬.৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ এবং প্যাসিপিক ডিনিমসের ৬.০৬ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস