আসরের প্রথম জয় পেল খুলনা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৭ ১৭:২১:০৫


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানের দেখা পাচ্ছিলেন না তামিম ইকবাল। অবশেষে নিজের ঘরের মাঠে হেসেছে তামিমের ব্যাট। ওয়াহাব রিয়াজের আগুনে বোলিংয়ের পর তামিমের ফিফটিতে বিধ্বস্ত রংপুর রাইডার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাটিং করতে নেমে ১২৯ রানে অলআউট হয় রংপুর। রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখে জয় পেয়েছে খুলনা। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে সমান ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় হার।

এম জি