র্যাবের উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা আর বাড়েনি: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৮ ১৪:৪৬:৪৯
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, র্যাবের নিষেধাজ্ঞা আরও বাড়তে পারতো। স্যাংশন দেয়ার পর মানবাধিকার ইস্যুতে অনেক উন্নতি করায় নিষেধাজ্ঞা আর বাড়ানো হয়নি।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। বলেন, যাদের নাম শোনা যাচ্ছে সবই ধারণা নির্ভর। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের অশালীন আচরণের বিষয়েও এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন। আইনমন্ত্রী বলেন, বিচারক ও আইনজীবীদের ঘটনা ভাই-বোনের ঝগড়ার মতোই।
এদিকে, হাইকোর্টের নির্দেশে এরইমধ্যে এজলাসের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করেছে বিটিআরসি।
এম জি