আর কোন ওয়াজ মাহফিলে অংশ নেবেন না শায়খ আহমাদুল্লাহ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৮ ২১:১৬:২৩


প্রচলিত ওয়াজ-মাহফিলে আর অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার রাতে এক মাহফিলের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল আমাদের সমাজে অনেক বড় ভুমিকা রাখছে। মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌঁছে দিচ্ছে এসব দ্বীনি আয়োজন। তবে ব্যক্তিগতভাবে আমার শরীর এতো চাপ নিতে পারছে না। তাছাড়া ফাউন্ডেশন,মাদ্রাসাসহ প্রচুর কাজ থাকার কারণে মাহফিল করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তাছাড়া মাহফিলের অতিরিক্ত চাপের কারণে ফাউন্ডেশনসহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটে।

তিনি বলেন, মাহফিল না করলেও আসসুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে মসজিদভিত্তিক হালকা করা হবে। জেলা ভিত্তিক বড় কোনো মসজিদে এর আয়োজন হবে। সেখানে সবাই উপস্থিত থাকবেন। এসব হালাকার জন্য এলাকাবাসীর কোনো টাকা খরচ করতে হবে না। ব্যানারসহ টুকটাক যা খরচ আছে এগুলো ফাউন্ডেশন থেকে করা হবে।

এএ