দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৮ ২১:২৪:১০


লংকাবাংলা ফাউন্ডেশন দিনাজপুর জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৮ জানুয়ারী) দিনাজপুর সদরের রামনগর, মদিনা মসজিদ (লাল ঘর) এ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মোঃ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, এফসিএ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটিতে দিনাজপুর সদর পুলিশ স্টেশনের ওসি মোঃ তানভিরুল ইসলাম; সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজ কল্যাণ মুরুব্বী সংস্থা, রামনগর, দিনাজপুরের প্রেসিডেন্ট মওলানা মোঃ সোহরাব হোসেন এবং লংকাবাংলা ফাইন্যান্স এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট একাউন্টস এন্ড ফাইন্যান্স মোঃ জহুরুল ইসলাম; এক্টিং দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন; সিএমএসএমই ফাইন্যান্স বগুড়া নর্থ ক্লাস্টার হেড মোঃ মিজানুর রহমান; রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মহিবুল হাসান সজল এবং বগুড়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবু রেজা আল মামুন সহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএ