১২০০ মার্চেন্ট নিয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৮ ২১:৪৫:৪৫


স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রায় ১২০০ মার্চেন্ট নিয়ে শুরু হয়েছে ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ উদ্যোগের যাত্রা। ব্যাংকের অ্যাপ ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ দিয়েও কেনা যাবে পণ্য। বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এ উদ্যোগে যুক্ত হয়েছে বিভিন্ন ব্যাংক, এমএফএস ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান।

বুধবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, কিউআর কোড কেবলমাত্র একটি প্রিন্টেড ছবি হওয়ায় এই পরিশোধ ব্যবস্থায় মার্চেন্টের অংশগ্রহণের খরচ নগণ্য বিধায় কিউআর ভিত্তিক পরিশোধ ব্যবস্থার গ্রহণযোগ্যতা প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠন ‘স্মার্ট বাংলাদেশ’ এর লক্ষ্য অর্জনে সহায়ক হবে মর্মে আমরা আশাবাদী। প্রায় ১২০০ মার্চেন্ট নিয়ে মতিঝিলে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগটির যাত্রা শুরু হলো। পরবর্তীতে সারা বাংলাদেশে এই উদ্যোগটির প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করা হবে।

এ উদ্যোগের অন্যতম অংশীদার মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে আনতে প্রথমবারের মতো সর্বজনীন বাংলা কিউআর, হোয়াইট লেবেল কিউআর চালুসহ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি আরো বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগটি সে প্রেক্ষাপটে আরো একটি মাইলফলক, যেটির মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, মাইক্রো-মার্চেন্টদের (ক্ষুদ্র ব্যবসায়ীদের) জন্য সহজ, নিরাপদ ও সমন্বিত পেমেন্ট সুবিধা প্রদানের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠবে।’

জানা গেছে, এ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে মতিঝিল এলাকায় চা দোকান, মুদি দোকান, হোটেল, মুচিসহ ভাসমান বিক্রেতাদের কিউআর কোড সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা বিল পরিশোধ করতে পারছেন গ্রাহকেরা।

এএ