চীনে ইস্পাত উৎপাদন বেড়েছে ৪.৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৯ ১০:০৮:৫৩


চীনে গত নভেম্বর তুলনায় ডিসেম্বরে ইস্পাত উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। দেশটির সরকার প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সম্পত্তি খাতে সহায়তার আশ্বাস দিয়েছে চীনা সরকার। এতে অবকাঠামো নির্মাণে ব্যবহৃত উপকরণের চাহিদা বেড়েছে।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। গত মাসে দেশটিতে শক্ত ধাতুটি উৎপাদন হয়েছে ৭৭ দশমিক ৮৯ মিলিয়ন টন। আগের মাসের চেয়ে যা ৭৪ দশমিক ৫৪ মিলিয়ন টন বেশি।

তবে উৎপাদন এক বছর আগের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। ২০২২ সালে চীনে ইস্পাত উৎপাদন হয়েছে ১ দশমিক শূন্য ১ বিলিয়ন টন। ২০২১ সালের চেয়ে যা ২ দশমিক ১ শতাংশ কম। এ নিয়ে টানা ২ দ্বিতীয় বছর কঠিন ধাতুটির উৎপাদন কমলো।

চীনের অর্থনীতি ধীর হয়েছে। সেই সঙ্গে দেশটির সম্পত্তি খাতে কার্যক্রম কমেছে। ফলে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে ইস্পাতের চাহিদা হ্রাস পেয়েছে। এতে চীনা কারখানাগুলো ধুঁকছে।

ধারণা করা হচ্ছে, সামনের দিনেও অবকাঠামো নির্মাণ খাতে ইস্পাতের চাহিদা দুর্বল থাকবে। কারণ, সম্পতি খাত নানা সমস্যায় জর্জরিত।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে জেফেরিজের বিশ্লেষকরা বলেন, নগদ সমস্যাগ্রস্ত সম্পত্তি ডেভেলপারদের সমর্থন দিতে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের কাজের মধ্যে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এম জি