ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেবেন না: মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২০ ১৭:৪৯:১৩
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে ও সাক্ষাৎকারে মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়া থেকে ভিসাপ্রার্থীদের বিরত থাকতে বলেছে ঢাকায় দেশটির দূতাবাস।
শুক্রবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের তথ্যের ভিত্তিতে ভিসা-প্রার্থীদের পাসপোর্টে জাল ভিসা স্ট্যাম্প দেওয়ায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ভিসা-প্রার্থীদের নিজের আবেদনপত্র নিজেই পূরণের তাগিদ দিয়ে দূতাবাস বলেছে, এ ক্ষেত্রে কারও ভিসা এজেন্ট বা দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভিসার আবেদনে কী কী তথ্য দিতে হবে, তা দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ করা আছে।
দূতাবাস বলেছে, অসত্য তথ্য দেওয়া শুধু ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি বাড়ায় না, পরে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে ভিসা আবেদন করার অভিযোগে তিন বাংলাদেশির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। মামলায় এরই মধ্যে অভিযুক্ত তিনজনসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এএ