১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা গুগল অ্যালফাবেটের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২১ ১৩:৩১:৫৩
গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেটেড ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। খারাপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট। খবর বিবিসি।
গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক ইমেইল বার্তায় বলেন, বর্তমানে আমাদের একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই একপ্রকার বাধ্য হয়েই আমাদের কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি এ সিদ্ধান্তের পুরোটা দায় স্বীকার করে নিচ্ছি।
কিছুদিন আগে মাইক্রোসফট করপোরেশনও ১০ হাজার কর্মী ছাঁটাই করে। তাছাড়া অ্যামজন, ফেসবুকের মূল কোম্পানি মেটা ও টুইটারসহ বড় বড় সব তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক সংকটের মুখে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাই করেছে।
কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে অ্যালফাবেট দীর্ঘকাল ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। কিন্তু সম্প্রতি টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। অন্যদিকে বিজ্ঞাপন পাওয়ার হার কমে যাওয়ায় ও ভোক্তারা খরচ কমিয়ে দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি বাজেট কমানোর চাপ অনুভব করছে।
এম জি