সাবেক সেনার গুলিতে জর্জিয়ায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২১ ১৩:৪৮:৫৬


জর্জিয়ায় সাবেক এক সেনাসদস্য ছয়জনকে গুলি করে হত্যা করেছে। আহত বেশ কয়েকজন।

শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির সাগারেহো শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ভবনের বারান্দা থেকে সাবেক ওই সেনাসদস্য হঠাৎ গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের ওপরও গুলি চালান ওই সেনাসদস্য। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একপর্যায়ে পুলিশ পুরো ভবনটি ঘিরে ফেললে পালানোর পথ নেই বুঝতে পেরে নিজের বন্দুক দিয়েই ওই সেনাসদস্য আত্মহত্যা করেন। তবে, কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন, তা জানা যায়নি।

ওই সেনাসদস্য আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: সিএনএন