ইবিতে ছাত্রলীগের দলীয় কর্মীকে মারধর, প্রক্টর অফিস ভাংচুর
আপডেট: ২০১৬-০৪-১৩ ১১:২৬:০৯
ইসলামী বিশ্ববিদ্যলয়ে পূর্ব শত্রুতার জের ধরে জাহিদ হাসান নামে এক দলীয় কর্মীকে মারধর করেছে বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর রহমানের অনুসারী ছাত্রলীগ কর্মীরা । এদিকে জাহিদ বিষয়টি শৈলকুপা গ্রুপে কর্মীদের জানায় এসময় শৈলকুপা কর্মীরা প্রক্টর প্রক্টর অফিসে ভাংচুর করে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত কয়েকদিন আগে ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যলয়গামী বাসে ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সাথে জাহিদ হাসানের কথা কাটাকাটি হয় উক্ত ঘটনার জের ধরে আজ বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যলয়ের ফুটবল মাঠে শাহিনুর রহমানের অনুসারী ছাত্রলীগ কর্মী মেহেদী, গোলাম মোস্তফা, রিজভী সহ ১০-১২ জন জাহিদ হাসানকে মারধর করে ।
এদিকে জাহিদ হাসান বিষয়টি শৈলকুপা গ্রুপের কর্মীদের জানালে শৈলকূপা গ্রুপের কর্মীরা শহিনুর রহমান ও তার গ্রুপের কর্মীদের খুজতে থাকে। পরবর্তীতে শাহিনুর রহমান ও তার কর্মীরা প্রক্টর অফিসে অবস্থান করে। এদিকে শাহিন গ্রুপের অনুসারী কর্মীরা প্রক্টর অফিসে অবস্থান করার সংবাদের ভিত্তিতে শৈলকুপা গ্রুপের নওশাদ ,কবির ,রাকিব সহ ৭-৮ জন প্রক্টর অফিসে ভাংচুর চালায়।
সর্বশেষ খবরের ভিত্তিতে জানা যায় উক্ত ঘটনায় উভয় গ্রূপের মাঝে উত্তেজনা বিরাজ করছে । এবিষয়ে বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে শৈলকূপা গ্রুপের হাফিজের নেতৃত্বে আমার কর্মীদের সাথে কথাকাটাকাটি হয়।
পরবর্তীতে শৈলকূপা আমাদের অতর্কিত হামলা চালানোর জন্য প্রক্টর অফিস ভাংচুর করে । বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন , একটু ভুল বোঝাবুঝি নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় । বিষয়টির উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া হয়েছে।
এবিষয়ে শৈলকূপা গ্রুপের কর্মী হাফিজের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি । এবিষয়ে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর প্রফেসর ড: মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি ।
সানবিডি/ঢাকা/তারিক/এসএস