ফরিদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২২ ১৫:৫২:২০


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও তার শ্যালক সৌরভ মাতুব্বর (১৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহমুদ জানান, ঘটনাস্থলে শালা দুলাভাই মারা যান। মেয়েটিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এম জি