মদ্যপ ছেলের ধাক্কায় নিহত বাবা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৩ ১০:৪২:১৭


কক্সবাজারের রামু উপজেলায় মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকতে না দেওয়ায় ছেলের হাতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আলম (৬৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি তার ছেলে শহীদুল্লাহ।

ইউপি সদস্য রাজা মিয়া জানান, শহীদুল্লাহ রোববার রাত সাড়ে ১০ টার দিকে মদ্যপ অবস্থায় বাড়িতে এলে আলম তাকে প্রবেশে বাধা দেন। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আলম মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বলেন, রোববার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এম জি