পুরান ঢাকার শাঁখারীবাজারে চড়ক পূজা

প্রকাশ: ২০১৬-০৪-১৩ ১৮:৫৬:১৯


Charak Pujaচৈত্রসংক্রান্তিতে পুরান ঢাকার শাঁখারীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিব আশ্রয় কমিটির উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৪টায় এই পূজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিব আশ্রয় কমিটির উদ্যোগে এখানে প্রতি বছরই ঐতিহ্যবাহী ভয়ঙ্কর গা শিউরে উঠা চড়ক উৎসব পালন করা হয়। চড়ক পূজায় পিঠে বাণ (বিশেষ বড়শি) ফুড়িয়ে চড়ক গাছের সাথে বাশঁ দিয়ে তৈরি করা বিশেষ চড়কার ঝুলন্ত দড়ির সঙ্গে বেঁধে দেওয়া হয় পিঠের বড়শি। আর বাণ বিদ্ধ সন্ন্যাসীরা ঝুলতে থাকে শূন্যে। রাতে নীল পূজার পর সন্ন্যাসীরা সবাই থাকে নির্জলা উপোস। পরদিন বিকাল বেলা চড়ক পূজা শেষে উপোষ ভাঙ্গেন তারা।

সনাতন ধর্ম মতে, বাংলা মাসের শেষ দিনে শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পূণ্যের কাজ বলে মনে করা হয়। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে উদ্বিগ্ন কৃষককুল নিজেদের বাঁচার তাগিদে বর্ষার আগমন দ্রত হোক, এই প্রার্থনা জানাতেই চৈত্র মাসজুড়ে উৎসবের মধ্যে সূর্যের কৃৃপা প্রার্থনা করেন। চৈত্রে সূর্য তার রুদ্ররূপে প্রতিভাত। তাই চৈত্র সংক্রান্তিতে নানা উপাচারের নৈবেদ্য দিয়ে তাকে তুষ্ট করে সনাতন ধর্মাবলম্বীরা।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস