পরিকল্পিতভাবে রাষ্ট্রের কাঠামো ধ্বংস করেছে আ.লীগ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-২৩ ১৪:৫৩:০৮


৫০ বছরে আওয়ামী লীগ সুচিন্তিত ও পরিকল্পিতভাবে রাষ্ট্রের কাঠামোগুলো ধ্বংস করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে গণতন্ত্রের জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। গণতন্ত্র হরণ করে সরকার সবচেয়ে বড় অপরাধ করেছে।

জাতীয় সংসদ একদলীয় ক্লাবে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে এক ব্যক্তির শাসন চলছে। কিন্তু জনগণ তা কোনদিন মেনে নেবেন না। পাঠ্যপুস্তকে দেশের মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি ঐতিহ্যের অপমান করা হয়েছে। অবিলম্বে এসব বই তুলে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এম জি