ভুমিকম্প প্রাণভয়ে মুন্নি শাহার দৌড়ি (ভিডিও সহ)

আপডেট: ২০১৬-০৪-১৪ ১২:২৩:৩৬


61632রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভুমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্বিক জরিপ-প্রতিষ্ঠান ইউএস জিএস বলেছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট ১৭ সেকেন্ডে স্থায়ী হয় ভূকম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিলো ৬ দশমিক ৯। উৎপত্তি মিজোরাম সীমান্তের কাছে মিয়ানমারের মাওলাইক অঞ্চলে। যা বাংলাদেশ সীমান্তেরও কাছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানাগেছে, ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার।

বাংলাদেশ ছাড়াও সীমান্তবর্তী মিয়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভুমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

জানা যায়, এসময় চৈত্র সংক্রান্তি নিয়ে অনুষ্ঠান করছিলেন এটিএন বাংলার আলোচিত সাংবাদিক-উপস্থাপক মুন্নী সাহা। এসময় ভুমিকম্পের আতঙ্কে সেখানেও হুড়োহুড়ি বেঁধে যায়।

পাঠকদের জন্য দেওয়া হলো সেই ভিডিও:

https://www.youtube.com/watch?time_continue=3&v=QOqiAzK4Jz8