ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় বর্ষবরণে হামলা
প্রকাশ: ২০১৬-০৪-১৪ ১৯:১৭:৫৭
স্কুলছাত্রীকে উত্ত্যক্তে বাঁধা দেয়ায় ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন বখাটে। এসময় অন্তত ১০ স্কুল ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বর্ষবরণের পিঠা উৎসবে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে সাওরাকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পিঠা উৎসবের আয়োজন করে। বিকেলে এ পিঠা উৎসবে আটঘর গ্রামের মোশারেফ মল্লিকের ছেলে মিতুল মল্লিক, পোষন্ডা গ্রামের খলিল মোল্লার ছেলে সাদ্দাম মোল্লাসহ ৫/৬জন ছাত্রীদের উত্ত্যক্ত ও পিঠা খেতে শুরু করে। এসময় নবম শ্রেণির ছাত্রী সোনিয়ার ভাই উজ্জল তাদের বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে আহত করে।
এসময় বাধা দিতে গেলে স্কুলছাত্রী সোনিয়া, তানহা, সুমাইয়া, দিবা, শারমিন, সালমা ও তামান্নাসহ ১০ জনকে মারপিট করে। পরে গুরুতর আহত উজ্জলকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে।
এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, সাওরাকাঠির ঘটনাটি ফোনে জানতে পেরেছি। পরে নবগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো