পাপুয়া নিউগিনিতে বিমান বিধ্বস্ত : নিহত ১২

প্রকাশ: ২০১৬-০৪-১৪ ১৯:৪৯:২২


papua20160414081733পাপুয়া নিউগিনির পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। দেশটির কিউঙ্গা বিমান বন্দরে অবতরণের সময়ে বিমানটি বিধ্বস্ত হয়। দ্য সিডনি মর্নিংয়ের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিধ্বস্ত বিমান থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন।

সানবিডি/ঢাকা/আহো