নানা আয়োজনে রাবিতে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশ: ২০১৬-০৪-১৪ ২১:১৫:৫৪


Ru News Pic 14.04.16 (2) (1)নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে। দিনটিকে বরণ করার জন্য এই দিন ক্যাম্পাসে আগমন ঘটে হাজার হাজার শিক্ষার্থীর। এই দিন শিক্ষার্থীরা মেতে উঠেন ঢাক-ঢোলের বাজনার তালে তালে ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন বর্ষকে বরণ করার জন্য ভোর থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে ক্যাম্পাস তরুণ-তরুণীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে। রঙ বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে ক্যাম্পাস দাপিয়ে বেড়ায় শিক্ষার্থীরা। চলে বন্ধু-বান্ধবীর আড্ডা আর প্রেমিক-প্রেমিকার খুনসুটি। এভাবে বৈশাখের রঙ্গে রঙ্গিন হয়ে উঠে রাবি ক্যাম্পাস।

জানা যায়, দিবসের শুরুতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বাংলার ঐতিহ্যবাহী ঢাক পিটিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সেখানে উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। নতুন বছরটি সকলের জন্য শুভ ও কল্যাণময় হোক, বয়ে আনুক সাফল্য ও সমৃদ্ধি, তিনি এই প্রত্যাশাও ব্যক্ত করেন।

এর আগে উপাচার্য সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা ও স্মারক ফেস্টুন ওড়ানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সেখান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এসে শেষ হয়। উপাচার্যের নেতৃত্বে এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন। শোভাযাত্রা শেষে নববর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য সমাপনী বক্তব্য প্রদান করেন।

এদিকে পহেলা বৈশাখে প্রতি বছরের ন্যায় এবারো ক্যাম্পাসের মূল আয়োজনে ছিল চারুকলা অনুষদ। চারুকলা অনুষদ প্রাঙ্গণে পরিবেশিত হয় বিভিন্ন লোকজ সঙ্গীত, নৃত্য, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার অনুষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বলে অনুষদ সূত্রে জানা যায়।

এদিন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ আয়োজিত নবর্বষ উপলক্ষে ছাত্র শিক্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।বিতর্ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো