পুলিশের সঙ্গে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি
প্রকাশ: ২০১৬-০৪-১৪ ২১:৪৫:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের সামনে পুলিশের সঙ্গে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। জানা যায়, পুলিশের আইজিপি শহিদুল ইসলাম টিএসসি ক্রস করার সময় রাস্তা থেকে আগ থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছিলেন পুলিশের দায়িত্বরত সদস্যরা। এসময় পুলিশ সদস্যরা সোহরাওয়র্দী উদ্যানের গেইট সংলগ্ন রাস্তায় থাকা ছাত্র ফেডারেশনের স্বেচ্ছাসেবকদেরও সরিয়ে ফুটপাতে দাঁড়াতে বলেন। এতে তারা না সরায় ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হাবীবাহ জান্নাতকে গায়ে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন রুহুল আমিন নামে এক পুলিশ কনস্টেবল। এসময় তিনি ওই নেত্রীকে অশ্লীল ভাষায় গালি দেন বলে অভিযোগ করেন ছাত্র ফেডারেশনের নেতারা। ফলে ক্ষেপে যায় সংগঠনটির নেতাকর্মীরা। পুলিশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ায় সংগঠনটির নেতাকর্মীরা।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এবং পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ছাত্র ফেডারেশনসহ বাম সংগঠনের নেতারা ওই পুলিশ সদস্যকে লিখিত ক্ষমা চাওয়ার দাবি করেন। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে লিখিত ক্ষমা চান অভিযুক্ত পুলিশ কনস্টেবল।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবীবাহ বেনজির জাগো নিউজকে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিল। কিন্তু এক পুলিশ কনস্টেবল আমাদের সহ-সভাপতির গাযে ধাক্কা দেয় এবং অশ্লীল ভাষায় গালি দেয়। যার কারণে আমরা ক্ষমা চাইতে বললে তিনি লিখিত ক্ষমা চান।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশের অভিযুক্ত সদস্য লিখিত ক্ষমা চেয়েছেন।’
সানবিডি/ঢাকা/আহো