কারাগারে হাজতির মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৫ ১৬:১৮:১৮
জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যান তিনি।
মারা যাওয়া হাজতি আব্দুল মোমিন জয়পুরহাট পৌর শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমানের ছেলে।
জয়পুরহাট জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, মোমিন মাদকাসক্ত হওয়ায় গত বছরের ১৫ এপ্রিলে তার স্বজনরা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার দিবাগত রাতে মোমিন অসুস্থবোধ করলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোরের দিকে তিনি মারা যান।
জেলা হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে।
এম জি