নির্বাচনের আগে নতুন সড়ক নির্মাণ করা হবে না: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৫ ১৭:০৪:৪৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনের আগে নতুন কোনও সড়ক নির্মাণ করা হবে না। যেগুলো আছে সেগুলো মেরামত করে চলতে হবে।
বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশনা দেন।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কে মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন, করিমন বন্ধে ডিসিদের সঠিক ভূমিকা পালন করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
এসময় সড়ক, মহাসড়কের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে সচেতন থেকে কাজ করতে ডিসিদের নির্দেশনা দেন তিনি।
এম জি