রাজনৈতিক মামলা বলতে কিছু নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৬ ১৪:৪৬:৩৯
রাজনৈতিক মামলা বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অপরাধ করলে মামলা হয় এবং সেটা নিজ গতিতে চলবে।
বৃহম্পতিবার (২৬ জানুয়ারি) জেলাপ্রশাসন সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, পাবলিক প্রসিকিউটরদের (পিপি) বেতন বাড়নো হবে। ৬৪ জেলাকে ৩ ক্যাটাগরিতে ভাগ করা জয়েছে। বড়, মাঝারি এবং ছোট। বড় জেলার পিপিরা ৫০ হাজর মাজারি ৪৫ ও ছোট ৪০ হাজার টাকা হারে বেতন পাবেন।
তিনি বলেন, এই হারে বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এটা যৌক্তিক ক্ষমতায় যেই আসুক আশাকরি এটা সবাই মেনে নেবে। এর ফলে ২৬৭ কোটি টাকার প্রয়োজন হবে এরই মধ্যে অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আনিসুল হক বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে পিপি ও জিপিদের এই হারে ভাতা দিলে কিছুটা হলেও সম্মান পাবেন তা সেই সঙ্গে তাদের কাছে প্রয়োজনীয় কাজ আদায় হবে।
ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা হলেই যাতে আসামিকে গ্রেপ্তার করা না হয় এ বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
এম জি