বাংলাদেশে আইএসের কোনো ঘাঁটি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আপডেট: ২০১৬-০৪-১৬ ১০:৪৩:৫২
বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো ঘাঁটি নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই। তবে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গি সংগঠনের সহযোগিতায় প্রতিবেশি দেশের আক্রমণের কোনো সুযোগ দেওয়া হবে না। সংখ্যালঘুদের ওপর আক্রমণ আমাদের ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় না। কাজেই যারা এগুলো বলে, তারা ইসলাম ধর্মের তো নয়ই, এরা মানবতার শত্রু।
আইএসের মুখপাত্র সাময়িকী ‘দাবিক’- এ সংগঠনটির ‘বাংলাদেশ শাখার প্রধান’ শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের এক স্বাক্ষাৎকার প্রকাশিত হয়।
ওই স্বাক্ষাৎকারে তিনি জানান, প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারে হামলার জন্য বাংলাদেশে শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায় আইএস।
সানবিডি/ঢাকা/আহো