নিজেদের মাঠে সিলেটের সংগ্রহ ৯২ রান

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০১-২৭ ১৬:৩১:০৯


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ম্যাচ শুরু হয়েছে আজ। শুরুতে ৫ উকেট হারিয়ে বিপাকে পড়ে নিজের ঘরে খেলা সিলেট স্ট্রাইকার্স।

রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০০ রানই পার করতে পারেনি সিলেট। ফলে রংপুরের সামনে সহজ লক্ষ্য দাঁড়ায় ৯৩।

শুরুতে পাওয়ার ওভারের মধ্যেই পাঁচ উকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় সুরমা পারের দলটি। প্রথম ওভারেই ২ রান করে আজমত উল্লার বলে আউট হন ওপেনার টম মরিস। ও পরের ওভারে হাত খুলে খেলতে গিয়ে মেহেদী হাসানের বলে বাউন্ডারি লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন শান্ত। করেন ৯ রান।

এরপর তিন ০ দেখে সিলেটের ব্যাটাররা। তৌহিদ হৃদয় ০ রানে ফিরেন আজমউল্লার বলে এলবি হয়ে। তারপরের বলেই ০ রানে বোল্ড হয়ে আউট হন মুশফিক। আর জাকির তো সোহানের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন ০ রানে।

আজ রয়েছে দুটি খেলা, দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হয় রংপুর রাইডার্স। দু’দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বের। তবে সিলেট অনেকটা নির্ভার থাকলেও রংপুরের চাই জয়। আর নিজ ঘরে সিলেট চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।

এমন দিনের প্রথম খেলায় আজ টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আজকের খেলায় তাই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে নেমেছে রংপুর ও সিলেট।

এম জি