ঘরের মাঠে বড় পরাজয়ের লজ্জা সিলেটের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৭ ১৮:৪২:৪৩


ঘরের মাঠে যাত্রাটা সুখকর হলো না সিলেট স্ট্রাইকার্সের। ছন্দে থাকা সিলেট এদিন ব্যাটারদের চরম ব্যর্থতায় রংপুরের কাছে বড় পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে। সিলেটের দেয়া ৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

সিলেটের দেয়া ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরকে। নাঈম শেখ ও রনি তালুকদারের উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। দলের হয়ে এক প্রান্ত আগলে রাখেন রনি তালুকদার। এই ব্যাটার শেষ অবধি অপরাজিত থেকে ৩৭ বলে ৩৭ রান করেন। শেষদিকে ১৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাওয়াজ।

এর আগে, শুক্রবার (২৭ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। এক পর্যায়ে ১৮ রানের ভেতরই সাত ব্যাটারকে হারায় সিলেট। তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম সাজঘরে ফেরেন ডাক মেরে। সাত ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া সিলেটকে চরম লজ্জা থেকে রক্ষা করেন মাশরাফি ও তানজিম হাসান সাকিব।

এই দুই ব্যাটার ৪২ বলে করেন ৪৮ রানের জুটি। হাসান মাহমুদের বলে মাশরাফি ক্যাচ দেন রবিউল হকের হাতে। এর আগে ২১ বল খেলে ২ ছক্কায় করেন ২১ রান। মাশরাফির বিদায়ের পরও একপ্রান্ত আগলে রাখেন সাকিব। ৫ চার ও ২ ছক্কায় ৩৬ বলে তার ৪১ রানের ইনিংসটি থামে হাসান মাহমুদের বলে বোল্ড হলে। রংপুরের পক্ষে তিনটি করে উইকেট পান হাসান মাহমুদ ও ওমরজায়ে। এছাড়া মেহেদী দুই ও হারিস রউফ নেন একটি করে উইকেট।

এএ