বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার উলটে চালক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-২৮ ১১:৫৬:৪৮


নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার উল্টে মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ফতুল্লার লঞ্চঘাটে এই ঘটনা ঘটেছে। মনির হোসেন উল্টে যাওয়া ট্রলারের চালক ও মালিক ছিলেন। তিনি রাজধানীর কেরাণীগঞ্জ থানার কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালিগামী এম ভি প্রিন্স কামাল-১ নামে লঞ্চটি ফতুল্লা লঞ্চঘাটে ভেড়ার চেষ্টা করে। তবে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থেমে থাকা ৫-৬টি ট্রলারকে এলোপাতাড়ি ধাক্কা দেয়। এতে একটি ট্রলার কাত হয়ে নদীতে অর্ধেক ডুবে যায়। এ সময় ট্রলার চালক মনির হোসেনসহ আরও তিন জন যাত্রী ডুবে যান। অন্যরা সাঁতরে তীরে উঠে আসলেও মনির উঠতে পারেননি। তিনি তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাজাহান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটিকে আটক করেছে। মৃত মনির হোসেনের স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আই এইচ