উত্তরায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৭:২৪:০৭
রাজধানীর উত্তরায় হৃদয় রহমান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুর দুইটায় এ ঘটনা ঘটে। হৃদয় উত্তরা ১৪ নং সেক্টরের ২২ নং রোডের ৩৬ নম্বর বাড়িতে তার মা ও ছোট বোনের সঙ্গে থাকতেন। তার পিতা গোলাম মোস্তফা মালয়েশিয়া প্রবাসী।
নিহতের মা রহিমা বেগম বলেন, হৃদয় স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সকালে ছোট বোন মাইশাকে নিয়ে ঘুরতে যায়। দুপুরে বাসায় ফিরে ঘরে গিয়ে দেখি সে একা একা কাঁদছে। কারণ বলেনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে আমার ঘরে চলে যাই। দুপুরে ওর বারান্দায় গিয়ে দেখি হাতে কীটনাশক লেখা বোতল আর ও বমি করছে।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সাড়ে তিনটায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হৃদয়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক।
সানবিডি/ঢাকা/আহো