ভারতীয় বিমানবাহিনীর ২ যুদ্ধ বিমান বিধ্বস্ত নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০১-২৮ ১৫:৫৫:৩৯
ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সুখোই-৩০ ও মির্যাজ-২০০০ নামের দুটি যুদ্ধবিমান মধ্যপ্রদেশের মোরেনার কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির বিমানবাহিনী।
সূত্রটি আরও জানায়, বিমান দুটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। সেখানে প্রশিক্ষণ চলছিল।
স্থানীয়দের ধারণ করা ঘটনাস্থলের ভিডিওতে একটি বিমানের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
মোরেনার কালেক্টর বলেছেন, দুর্ঘটনাটি ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ঘটেছে। চালকদের নিরাপদে বিমান দুটি থেকে বের করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন।
মোরেনার জেলা প্রশাসক অঙ্কিত আস্তানা বলেছেন, চালকদের পাওয়া গেছে। বিমানবাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে রয়েছেন।
মোরেনার এসপি জানান, বিধ্বস্ত দুটি বিমানের মধ্যে একটিতে দুজন এবং অন্যটিতে একজন পাইলট ছিলেন। তাদের মধ্যে দুজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তৃতীয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, যুদ্ধবিমান দুইটির মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা জানতে বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে গত বছরের ২৮ জুলাই দিনগত রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হয়েছিলেন।
তাছাড়া ২০২১ সালের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। শুধু তিনিই নন, এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জন।
আই এইচ