আর্থিকখাতে অনিয়ম ঠেকাতে কঠোরতার সঙ্গে কাজ করছে কয়েকটি সংস্থা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৮ ২১:৪৪:১৯
আর্থিক খাতে অনিয়ম ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই রেখেছে। অনিয়ম ঠেকাতে সরকারের বেশ কয়েকটি সংস্থা কঠোরতার সঙ্গে কাজ করছে। অনিয়ম এবং দুর্নীতি বন্ধে জোরালো ভূমিকা রাখছে দুদক, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, সুশীল সমাজসহ গণমাধ্যম।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জেষ্ঠ্য সচিব ফাতিমা ইয়াসমিন এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা সবসময় খেয়াল রাখছি আর্থিক শৃঙ্খলা রক্ষায় নিয়মনীতিগুলো ঠিকমতো পালন করা হচ্ছে কিনা। আমাদের সিভিল সোসাইটি, গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের সঙ্গে বসছে, আমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং মতামত দিচ্ছে, আমি নিশ্চিত যে আমরা আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠা করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আমেরিকান একাউন্টিং এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. শ্যাম সুন্দর, ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. ভবতোষ ব্যানার্জি, বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সভাপতি ড. এম হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মঈনুদ্দিন খান, অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, বাংলাদেশ একাউন্টিং অ্যাসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট লায়ন স্বদেশ রঞ্জন সাহা এফসিএ, ঢাকা ইউনির্ভাসিটি একাউর্ন্টিং এলামনাই এর সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ প্রমুখ।
সম্মলনে বিভিন্ন টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের অধ্যাপক ড. গাংগোত্রী ঘোষ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহম্মাদ শহিদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আক্তার উদ্দিন এফসিএ, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জী প্রমুখ।
প্রফেসর ড. শ্যাম সুন্দর বলেন, আর্থিক খাতের অনিয়ম এবং অস্বচ্ছতা দূর করতে হিসাবরক্ষকদের আরও গবেষণা মূলক কাজে সম্পৃক্ত হতে হবে। বাংলাদেশে একাউন্টিং এসোসিয়েশন গবেষণা মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড. এম হারুনুর রশিদ বলেন, ক্রমাগত বিকশিত, গতিশীল ব্যবসায়িক ইকোসিস্টেমে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব অপরিসিম। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হিসাববিজ্ঞানিরা আরো বেশি অবদান রাখবে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আর্থিক অনিয়ম এবং অস্বচ্ছতা দূর করতে একাউন্টিং অ্যাসোসিয়েশন ওয়াচ ডগ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্নদেশের প্রায় ৪০০ জন প্রতিনিধি উপন্থিত ছিলেন। দুই দিনব্যাপী আয়োজিত ইন্টান্যাশনাল একাউন্টিং কনফারেন্স শেষ হবে ২৯ জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার।
এএ