দলীয় কর্মসূচিতে সরকারি সুবিধা নিচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৯ ১৪:৪৫:১৬
নিজেদের দলীয় কর্মসূচি পালনে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি লিয়াঁজো কমিটি ও ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির কর্মসূচি নানাভাবে ব্যাহত করছে। একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে নির্বাচনী ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে সরকার। দেশের পুরো চরিত্রটাই বদলে দিয়েছে। গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছে ক্ষমতাসীনরা।
এম জি