যুক্তরাষ্ট্র, চীন আর ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা চ্যালেঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-২৯ ১৪:৫৪:০৫


পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্র, চীন আর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা।

রোববার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি এখন অনেক উন্নত হয়েছে। আগে বিদেশি অতিথিদের কেউ সাক্ষাৎ করতে চাইতো না, এখন তারাই এসে সাক্ষাৎ করতে চায়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনেক বিদেশি বাংলাদেশে এসে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ওকালতি করে। তাদের বোঝাতে হবে, দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।

এম জি